২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, তাঁর প্রথম চ্যালেঞ্জ রাজ্যে কর্মসংস্কৃতি ফেরানো। সেই লক্ষে, রাজনৈতিক বনধ বা ধর্মঘট প্রায় উঠে গিয়েছে। পাশাপাশি, গদে ধরা সরকারি কাজের “সংস্কৃতি” নয়, বরং কর্পোরেট কালচার আমদানি করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই উদ্দেশে। তিনি একশো শতাংশ সফল।

আর অপেশাদার মনোভাব আর নয়। কর্পোরেট হচ্ছে রাজ্য সরকার। বেসরকারি অফিসের ধাঁচে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হচ্ছে HRMS বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম।
আইএএস অফিসার থেকে সাধারণ কর্মচারী, সকলের জন্য চালু হচ্ছে ইউনিফর্ম E-সার্ভিস বুক। কাগজের সার্ভিস-বুক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা মাথায় রেখেই এবার চালু হচ্ছে ডিজিটাইজেশন।

এবার থেকে ছুটির দরখাস্তও করতে হবে অন লাইন HRMS-এর মাধ্যমে। আগামী বছরের প্রথম দিন থেকেই, অর্থাৎ, ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই নয়া কর্পোরেট ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার।
