নারী সুরক্ষায় থানা তৎপর না হলে কড়া শাস্তি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডের মতো ঘটনা এরাজ্যে আটকাতে পুলিশ প্রশাসনকে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে সব জেলার পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মহিলাদের উপর হামলার ঘটনায় অভিযোগ নেওয়ার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে এলাকাতেই ওই ধরণের ঘটনা ঘটুক না কেন, নির্যাতিতা যে থানায় অভিযোগ জানাতে যাবেন, সেই সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নিতে হবে। এর অন্যথা হলে ওই থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা।পাশাপাশি নারী নির্যাতনের ঘটনা ঠেকাতে থানাগুলিকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Previous articleহালে পানি না পেয়ে এবার তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছেন মুকুলপুত্র শুভ্রাংশু!
Next articleমান্ধাতার আমলের ফাঁকিবাজির দিন শেষ, রাজ্য সরকারি অফিসে শুরু কর্পোরেট কালচার!