Monday, November 17, 2025

দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ বেচবে না মানিকতলা মার্কেটের বিক্রেতারা

Date:

আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন।  পেঁয়াজের ঝাঁজে চোখে জল মানুষের। কিনতে গেলেই হাতে লাগছে ছ্যাকা। আপাতত দাম কমার সম্ভাবনা নেই। কেন্দ্র বা রাজ্য বাইরে থেকে আমদানি করতে করতে মাস গড়িয়ে যেতে পারে।

ইতিমধ্যেই দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। খুচরো দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিনের দাম প্রতিদিন লিখে টাঙিয়ে রাখতে। যাতে আটকানো যায় কালোবাজারি।

আর এখানেই বেশ সমস্যায় পড়েছেন মানিকতলা বাজারের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, পাইকারি বাজার থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে তাঁদেরও। কিন্তু সাধারণ ক্রেতা থেকে শুরু করে সরকারি আধিকারিকরা কথা শুনিয়ে যাচ্ছেন। এই অবস্থায় তাঁরা দুর্নামের ভাগীদার হতে চান না। বরং, দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ বিক্রি করবেন না তাঁরা।

মানিকতলা বাজারের দীর্ঘদিনের খুচরো ব্যবসায়ী রামচন্দ্র সাউ যেমন বলেই দিলেন। যেটুকু স্টক আছে সেটা শেষ করে আর পেঁয়াজ বিক্রি করবেন না তিনি। তাঁর কথায়, “যেখানে আমরা বস্তা কিনতাম ১৮০০ টাকা দিয়ে, সেখানে এখন প্রায় ৫ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফলে ৮০ টাকা কেজি বিক্রি করা ছাড়া উপায় নেই। ক্রেতারা কথা শুনিয়ে যাচ্ছে। সরকারি আধিকারিকরা দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিচ্ছেন। এভাবে দুর্নামের ভাগীদার হওয়া সম্ভব নয়। তার থেকে ভালো, দাম নিয়ন্ত্রণে আসর আগে আমরা আর পেঁয়াজ বেচবো না। মানিকতলা বাজারের আমরা সব খুচরো ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত পেঁয়াজ বিক্রি করবো না। স্টকে যেটুকু আছে, সেটা শেষ করবো। নতুন করে বেশি দাম দিয়ে পেঁয়াজ তুলবো না।”

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version