Thursday, August 28, 2025

দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ বেচবে না মানিকতলা মার্কেটের বিক্রেতারা

Date:

আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন।  পেঁয়াজের ঝাঁজে চোখে জল মানুষের। কিনতে গেলেই হাতে লাগছে ছ্যাকা। আপাতত দাম কমার সম্ভাবনা নেই। কেন্দ্র বা রাজ্য বাইরে থেকে আমদানি করতে করতে মাস গড়িয়ে যেতে পারে।

ইতিমধ্যেই দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। খুচরো দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিনের দাম প্রতিদিন লিখে টাঙিয়ে রাখতে। যাতে আটকানো যায় কালোবাজারি।

আর এখানেই বেশ সমস্যায় পড়েছেন মানিকতলা বাজারের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, পাইকারি বাজার থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে তাঁদেরও। কিন্তু সাধারণ ক্রেতা থেকে শুরু করে সরকারি আধিকারিকরা কথা শুনিয়ে যাচ্ছেন। এই অবস্থায় তাঁরা দুর্নামের ভাগীদার হতে চান না। বরং, দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ বিক্রি করবেন না তাঁরা।

মানিকতলা বাজারের দীর্ঘদিনের খুচরো ব্যবসায়ী রামচন্দ্র সাউ যেমন বলেই দিলেন। যেটুকু স্টক আছে সেটা শেষ করে আর পেঁয়াজ বিক্রি করবেন না তিনি। তাঁর কথায়, “যেখানে আমরা বস্তা কিনতাম ১৮০০ টাকা দিয়ে, সেখানে এখন প্রায় ৫ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফলে ৮০ টাকা কেজি বিক্রি করা ছাড়া উপায় নেই। ক্রেতারা কথা শুনিয়ে যাচ্ছে। সরকারি আধিকারিকরা দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিচ্ছেন। এভাবে দুর্নামের ভাগীদার হওয়া সম্ভব নয়। তার থেকে ভালো, দাম নিয়ন্ত্রণে আসর আগে আমরা আর পেঁয়াজ বেচবো না। মানিকতলা বাজারের আমরা সব খুচরো ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত পেঁয়াজ বিক্রি করবো না। স্টকে যেটুকু আছে, সেটা শেষ করবো। নতুন করে বেশি দাম দিয়ে পেঁয়াজ তুলবো না।”

Related articles

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় পড়ুয়াদের অন্ধকার ঠেলেছে: জয়েন্টের ফল নিয়ে বিরোধীদের নিশানা মমতা-অভিষেকের

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলা হয়েছে। বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র...

মর্মান্তিক! গণেশ চতুর্থীর পরের দিনই উদ্ধার হস্তিশাবকের দেহ

গণেশ চতুর্থীর(Ganesh Chaturthi) পরের দিনই উদ্ধার হস্তি শাবকের দেহ। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর(West Midnapur) জেলার মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি...
Exit mobile version