Tuesday, August 26, 2025

মেয়েদের নিরাপত্তার জন্য হায়দরাবাদ পুলিশের ১৪টি পরামর্শ, যা ঘিরে বিতর্ক তুঙ্গে

Date:

হায়দরাবাদ ধর্ষণ-খুন কান্ডে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। হায়দারাবাদ থেকে দিল্লি হোক বা কলকাতা থেকে মুম্বই সর্বত্র সকলের একটাই দাবি, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই ঘটনার প্রতিবাদে আমজনতা থেকে সেলিব্রেটিরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলছেন। এরই মধ্যে হায়দরাবাদ পুলিশ মেয়েদের রাস্তাঘাটে নিরাপত্তার জন্য কিছু পরামর্শ দিয়েছে, যা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া তোলপাড়।

কেন শুধু মেয়েদের জন্য পরামর্শ থাকবে? পুরুষদের জন্য কেন নয়? এই প্রশ্ন তুলেছেন অনেক মহিলারাই। কেন শুধু মেয়েদেরকেই সংযত হতে হবে? কেন পুরুষরা সংযত হবে না? হায়দরাবাদ পুলিশের পরামর্শ দেওয়ার পরে এমন সব প্রশ্নই বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে।

এবার এক ঝলকে দেখে নেওয়া যাক, হায়দারাবাদ পুলিশের তরফ থেকে মেয়েদের নিরাপত্তার জন্য ১৪টি পরামর্শ।….

১. মেয়েরা কোথায়, কখন যাচ্ছে– সেই গতিবিধির আপডেট পরিবারকে জানিয়ে রাখতে হবে।

২. যদি সম্ভব হয় সর্বশেষ অবস্থান সম্পর্কে পরিবার এবং বন্ধুদের জানিয়ে রাখতে হবে।

৩. অটো বা ট্যাক্সিতে ওঠার আগে নম্বর প্লেটের ছবি তুলে তা পরিবারের লোকজনের কাছে শেয়ার করতে হবে। এমনকী ওই চালকের যোগাযোগ নম্বরও।

৪. গন্তব্য অপরিচিত জায়গা হলে, সেই রুট চেক করে নিতে হবে।

৫. সবসময় জনবহুল এলাকায় অপেক্ষা করুন।

৬. একদম নির্জন, বিচ্ছিন্ন কোনও এলাকায় না দাঁড়িয়ে, কাছাকাছি দোকান আছে, এমন কোনও জায়গায় অপেক্ষা করাই শ্রেয়।

৭. ১০০ ডায়াল করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।

৮. হক আই অ্যাপ ডাউনলোড করে, লোকেশন সবসময় অন করে রাখতে হবে। তাতে অবস্থান বোঝা যাবে।

৯. সন্দেহজনক পরিস্থিতিতে সংকোচ না করে, যাত্রীদের কাছে সাহায্য চান।

১০. রাস্তাঘাটে একা থাকলে এবং তেমন পরিস্থিতিতে পুলিশকে ফোন করুন। ভাবটা এমন করুন, যেন আপনি পরিবারের কারও সঙ্গে কথা বলছেন।

১১. তেমন পরিস্থিতির সম্মুখীন হলে, জোরে জোরে কথা বলুন। প্রয়োজনে চিত্‍‌কার করুন, যাতে পথচলতি মানুষজনের কানে যায়।

১২. অসহায় পরিস্থিতিতে জনবহুল এলাকার দিকে দৌড় দিন।

১৩. দুর্বৃত্তদের সম্পর্কে স্থানীয় পুলিশকে জানান।

১৪. ভেরিফিকেশনের জন্য ৯৪৯০৬১৬৫৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠান।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version