প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানালেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। মহারাষ্ট্রের চমকপ্রদ রাজনৈতিক পালাবদল নিয়ে চর্চা এখনও অব্যাহত। বিশেষত সংসদের অধিবেশন চলায় মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিয়মিত চর্চা চলছে। এসবের মধ্যেই সোমবার এনসিপি প্রধান ফাঁস করলেন এক নতুন তথ্য। পাওয়ার জানালেন, মোদি তাঁকে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন। তাঁর মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল করার প্রস্তাবও দিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, যাতে এনসিপির সমর্থনে সরকার গড়তে পারে বিজেপি। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক স্বীকার করেও তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন শারদ পাওয়ার। নিজের মুখেই এবার তা জানালেন প্রবীণ মারাঠি নেতা।
