নবীন বরণে গিয়ে তাঁতের শাড়ি কিনলেন শুভশ্রী

গিয়েছিলেন একটি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে, আর ফেরার সময় কিনে আনলেন নিজের পছন্দের তাঁতের শাড়ি।

বীরভূমের সাঁইথিয়ায় অভেদানন্দ কলেজে নবীন বরণ অনুষ্ঠান যোগ দিতে এসে তাঁতের শাড়ি কিনলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী।

সাঁইথিয়ায় তাঁতের শাড়ি বিখ্যাত। তাই শুভশ্রী পছন্দ করে কলেজের পাশেরই দোকান থেকে একটি শাড়ি কিনেছেন।