গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়, বসল পেসমেকার

অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে। অক্ষয় তৃতীয়ার দিন কামারহাটির বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে দ্রুত বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাতে তাঁর বুকে পেসমেকার বসানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

ঘটনাটি ঘটে বুধবার, অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে। কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দিরের উদ্বোধনে যোগ দিয়েছিলেন সাংসদ। মন্দির চত্বরে গাড়ি থেকে নামার পরেই অসুস্থতা অনুভব করেন তিনি। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে চেয়ারে বসান। এরপরেই তিনি অচেতন হয়ে পড়েন।

তৎক্ষণাৎ তাঁকে রথতলার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করান কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। তিনি জানান, “সাংসদের অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আমরা দেরি না করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল।”

সৌগত রায়ের অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর পরিবার এবং অনুগামীরা। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে নার্সিংহোমে ছুটে যান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে এবং নিয়মিত চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন রাজ্যবাসী।

আরও পড়ুন – দিঘার জগন্নাথধামের উদ্বোধন! জেলায়-জেলায় জায়ান্ট স্ক্রিনে পুণ্যলগ্নের সাক্ষী থাকল বাংলা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_