Sunday, November 9, 2025

পহেলগাম হামলার জের, ভারতের আকাশে উড়বে না পাক বিমান! নিষেধাজ্ঞা আরোপ নয়াদিল্লির

Date:

পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Terrorist Attack) ঘটনায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে একের পর এক কড়া পদক্ষেপ করেছেন ভারত (Government of India)। এই তালিকায় সংযোজিত হলো আরও এক নতুন ঘোষণা। এবার থেকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তান। বুধবার রাতে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে নয়াদিল্লি। কেন্দ্রের তরফে বুধবার একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (notice to air mission) জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে। এর আগে ইসলামাবাদ অনুরূপ ঘোষণা করেছিল। ভারত সিন্ধু জলচুক্তি বাতিলের কথা জানাতেই তড়িঘড়ি বৈঠক করে পাক সরকার জানিয়েছিল ভারতীয় বিমানের (Indian Airlines) জন্য তাদের দেশের আকাশসীমা বন্ধ করা হচ্ছে। সেই ঘোষণার ছদিনের মাথায় পাল্টা জবাব দিল ভারত।

গত ২২ এপ্রিল কাশ্মীরে জে নৃশংস ঘটনা ঘটেছে তাতে পাকিস্তানের যোগ ইতিমধ্যেই স্পষ্ট। প্রতিবেশী রাষ্ট্র যতই নিজেদের ‘নির্দোষ’ বলে দাবি করুক না কেন, ভারতীয় সেনাকে (Indian Army) ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সম্পূর্ণ ছাড় দিয়েছেন প্রত্যাঘাতের সব ধরনের পরিকল্পনার জন্য। ফলে বেশ কিছুটা ব্যাকফুটে পাক সরকার। যে কোনও মুহূর্তে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে বলে আশঙ্কা বাড়ছে ইসলামাবাদের। ইতিমধ্যে পাকিস্তান একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে। আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য পাকিস্তানের বিমান ভারতের উপর দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু বুধবার আনুষ্ঠানিক ভাবে ভারত নিষেধাজ্ঞা আরোপ করায় সমস্যা বাড়লো পড়শী রাষ্ট্রের। এর ফলে এশিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে পৌঁছতে পাকিস্তানি বিমানকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে যাতে জ্বালানি খরচ বাড়বে এবং সমস্যায় পড়তে হবে যাত্রীদেরও।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version