Sunday, November 9, 2025

১৯ দিনের মাথায় পার্শ্ব শিক্ষকদের শোকজ করার নির্দেশ দিল শিক্ষা দফতর

Date:

গত ২২ দিন ধরে পার্শ্বশিক্ষকরা অবস্থানে রয়েছেন মূলত বেতন কাঠামো নিয়ে। সল্টলেক বিকাশ ভবনের কাছে। তাই পার্শ্বশিক্ষকদের এবার শোকজ করার সিদ্ধান্ত দিল শিক্ষা দফতর৷

আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, স্কুলে অনুপস্থিত থেকে আন্দোলন করলে ব্যবস্থা নেওয়া হবে৷ এবার ওই অনুপস্থিত পার্শ্বশিক্ষকদের শোকজ করার সিদ্ধান্ত দিল শিক্ষা দফতর।

সোমবারই এই শোকজের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি জেলার এডুকেশন অফিসারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে গত ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত যারা কোনও কারণ না দেখিয়েই স্কুল থেকে অনুপস্থিত তাদেরই শোকজ করতে হবে। কোন কোন শিক্ষকদের শোকজ করা হল সেই রিপোর্ট ১০ দিনের মধ্যে সর্বশিক্ষা মিশনের অধিকর্তাকে পাঠাতে হবে।

পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, কেন্দ্র টাকা দিলেও রাজ্য তাঁদের বেতন কাঠামো করে দিচ্ছে না। আন্দোলন এবং অনশন শুরুর পর থেকেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টই জানিয়েছিলেন স্কুল বাদ দিয়ে কোন রকম অনশন আন্দোলনের পক্ষপাতী তিনি নন। রাজ্য স্কুল শিক্ষা দফতর আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেবে তার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়ে রেখেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও শোকজের নির্দেশের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সর্বশিক্ষা মিশনের অধিকর্তার এই নির্দেশ পাওয়ার পরপরই তৎপর জেলার এডুকেশন অফিসাররা। শোকজের নির্দেশ হলেও আন্দোলনে যে কোন বাধা পড়বে না তা জানিয়ে দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version