Friday, January 9, 2026

মরা তিমির পেটে 100 কেজি প্লাস্টিক! সমুদ্রের বর্জ্য নিয়ে তোলপাড় দুনিয়া

Date:

Share post:

বিস্ময়কর এবং বাস্তব৷

মরা তিমির পেট থেকে একের পর এক বেরিয়ে আসছে প্লাস্টিকের দড়ি, প্লাস্টিকের কাপ, প্লাস্টিকের গ্লাভস, প্লাস্টিকের জাল। সব একত্র করে ওজন-পাল্লায় চাপিয়ে জানা গিয়েছে, পেট থেকে বেরিয়ে আসা এই জঞ্জালের ওজন কত ১০০ কেজি!

তাজ্জব হওয়ার এই ঘটনা স্কটল্যান্ডের৷ ওদেশের এক সমুদ্র সৈকতে একটি মরা তিমি মাছের পেট থেকে মিলেছে এই বিপুল পরিমাণ সামুদ্রিক বর্জ্য। বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে প্রায় ২০ টন ওজনের একটি মরা তিমির দেহ আইল অব হ্যারিসে এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই মরা তিমিটি দেখতে পায়। সেই তিমির পেট থেকেই মিলেছে ১০০ কেজি প্লাস্টিক!

এই ঘটনার পরে সমুদ্রের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গোটা বিশ্ব৷। পরিবেশবিদদের বক্তব্য, “দুঃখের সঙ্গে দেখতে হচ্ছে তিমি মাছের পেটের মধ্যে থেকে মাছ ধরার জালের মতো জিনিস বেরোচ্ছে।” স্কটিশ মেরিন অ্যানিমাল স্ট্র্যান্ডিং স্কিম বা Scottish Marine Animal Stranding Scheme ওই তিমি মাছের ছবি ফেসবুকেও শেয়ার করেছে। এই সংগঠনটি তিমি এবং ডলফিনের মৃত্যুর কারণ নির্ধারণ করে। তাঁরা জানিয়েছে, এই সমস্ত জিনিস তিমির পেটে বেশ কিছুকাল ধরেই জমা হচ্ছিল। রবিবার ফেসবুক পেজে এই সংগঠনের তরফে লেখা হয়, “তিমির পেট থেকে এত প্লাস্টিক বেরোন রীতিমতো ভয়ানক। স্পষ্টতই এতটা প্লাস্টিক মাছের পাচন পদ্ধতির উপর খুবই খারাপ প্রভাব ফেলেছিল।” তাদের আরও আশঙ্কা সমুদ্রের এমন দূষণের ফলে আরও অনেক প্রাণীরই এরকমভাবেই মৃত্যু হচ্ছে। সমুদ্রের এই দূষণের একটা বড় কারণ মানুষ। মানুষের ফেলা বা ব্যবহৃত বর্জ্যেই দিনের পর দিন নোংরা হচ্ছে সমুদ্রের জল। আপাতত এই সংগঠন তিমির মৃত্যুর কারণ এবং এই বিপুল পরিমাণে নোংরা ও দূষণের কারণ অনুসন্ধানেই ব্যস্ত।

স্বাভাবিকভাবেই তিমি মাছের এই ভয়ানক মৃত্যুর ছবি বিশ্বজুড়েই ভাইরাল হয়ে উঠেছে এবং এখনও অব্দি 20 হাজারেরও বেশি মানুষ তা শেয়ার করেছেন। লাইফ সায়েন্সের প্রতিবেদন বলছে, ওই তিমিটিকে সৈকতেই কবর দেওয়া হয়েছে। এই ঘটনায় ফের একবার সমুদ্রের পরিবেশে নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বেগ দেখা গিয়েছে। এর আগে বৃটেনে একটি সামুদ্রিক প্রাণীকে ফেলে দেওয়া মদের বোতল নিয়ে খেলতে দেখা যায়। আবার ফ্লোরিডায় এক ছোট্ট কচ্ছপের পেট থেকে ১০৪ টি প্লাস্টিকের টুকরো পাওয়া যায়।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...