দারিদ্র দূরীকরণে এক নম্বরে বাংলা: মুখ্যমন্ত্রী

দারিদ্র দূরীকরণে মুখ্য ভূমিকা নিয়েছে রাজ্য সরকার। নিজের ফেসবুক পেজে একথা জানিয়ে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে ২০১১-১২ থেকে ২০১৭-১৮ আর্থিক বছরে দেশের মধ্যে দারিদ্রের হার সবচেয়ে বেশি কমেছে।

জাতীয় পরিসংখ্যান অফিস অর্থাৎ এনএসও-র তথ্য অনুযায়ী এই খবর পাওয়া গিয়েছে। রাজ্যের অসংখ্য সামাজিক প্রকল্পের অধীন প্রান্তিক মানুষদের জীবনের মান উন্নয়ন ঘটানোর ফলেই এই কাজ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Previous articleদক্ষিণী অভিনেত্রীর সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মণীশ পাণ্ডে
Next articleআধো বোলে লতার ‘লাগ যা গলে’, নেট দুনিয়ায় ভাইরাল খুদে