রাজ্যপাল থাকবেন, সেনেট-বৈঠক ডেকেও স্থগিতের বার্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ে

বৈঠকের দিন স্থির ছিলো আজ বুধবার ৷ কিন্তু
নির্ধারিত সেনেট-বৈঠকের ঠিক আগের দিন, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিভাগীয় প্রধানদের জানিয়ে দিলেন, অনিবার্য কারণে সেই বৈঠক স্থগিত রাখা হল৷ আচার্য তথা রাজ্যপালকে চিঠি দিয়ে 4 ডিসেম্বর সেনেট বৈঠকের সম্মতি চেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ই।রাজ্যপাল সম্মতি দিয়ে জানান, তিনি বৈঠকে যাবেন। রাজ্যপাল তথা আচার্যের এই বৈঠকে সভাপতিত্ব করারও কথা ছিল। সূত্রের খবর, সেনেট বৈঠক কেন আচমকা স্থগিত করা হলো, তার কারন জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মঙ্গলবারই ডেকে পাঠায় রাজভবন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে কেউ যাননি৷ কিছুদিন আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল আচার্য তথা রাজ্যপালের। কিন্তু সেখানকার উপাচার্য নিমাইচন্দ্র সাহা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাই আচার্য বর্ধমানেও যেতে পারেননি। কেন শেষ মুহূর্তে সেনেট বৈঠক স্থগিত হল ? একাংশের ব্যাখ্যা, দ্বারভাঙা ভবনের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এখনও কাজ শেষ হয়নি। সে জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক। এদিকে, সেনেট বৈঠক স্থগিতের সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে।

Previous articleকাশ্মীরে তুষার ধসে জওয়ান সহ মৃত ৩
Next articleমশাকে কাকে কামড়াতে বলতেন, জানিয়ে দিলেন মমতা