নিজের চেনা মাঠ, নিজের চেনা ক্লাব। সেই চেনা জার্সি। শুধু পদটা বদলে গিয়েছে। কথা হচ্ছে ফুটবলার ডগলাস দ্য সিলভাকে নিয়ে। এই মুহূর্তে তিনি আই লিগে অংশগ্রহণকারী নতুন দল ট্রাউ এফসির কোচ। আর তাই দলকে নিয়ে পুরনো ক্লাব ইস্টবেঙ্গলের মাঠে অনুশীলন করেন তিনি। আর ট্রাউ এফসির অনুশীলনে লাল-হলুদ মাঠে পা রেখে নস্ট্যালজিক ডগলাস।

লাল-হলুদ জার্সিতে কোনওদিনও ডার্বিতে হারেননি ডগলাস। তাই তিনি মশাল বাহিনীর সমর্থকদের কাছে এক অন্য ভালবাসার মানুষ। সেই ডগলাসের দল এখন ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হতে চলেছে।
আগামী ১১ ডিসেম্বর মোহনবাগানের বিরুদ্ধে ও ১৪ ডিসেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগে খেলতে নামবে ডগলাসের ট্রাউ এফসি। আর তার জন্য চুটিয়ে ট্রাউয়ের ছেলেদের নিয়ে নিজের পুরনো ক্লাবে অনুশীলনে মেতেছেন ডগলাস।

আজ, বুধবার ইস্টবেঙ্গল মাঠে অনুশীলনের সময় ডগলাসকে দেখে বোঝার উপায় ছিল না যে, তিনি এখন কোচ। একই শরীরী ভাষা, একই আচরণ। অনুশীলন করানোর সময় পুরনো স্মৃতি রোমন্থন করেন তিনি। এখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর নতুন দলকে জেতানোর জন্য তিবি কী রণকৌশল নেন, সেটাই দেখার।
