Sunday, November 16, 2025

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কটূক্তি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে অশ্লীল ভাষায় গালাগালি ও হেনস্থার অভিযোগ। সহ্য করতে না পেরেই, নবম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শ্রীরামপুর সরদারপাড়া এলাকায়। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় ৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, কালিয়াচক গার্লস স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রীকে উত্যক্ত করতেন শাম্মি শেখ নামে স্থানীয় এক যুবক। তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু ছাত্রী সেই প্রস্তাবে রাজি হয়নি। তারপর থেকেই রাস্তায় বেরোলেই নাবালিকাকে উত্ত্যক্ত করতেন শাম্মি শেখ। এমনকী, শাম্মির পরিবারের সদস্যরাও ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ।
এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে অভিযুক্ত শাম্মির পরিবারের ৪ সদস্য কটূক্তি করে। এমনকী, তার হাত ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ। বাড়িতে ফিরে বিষয়টি জানায় ওই ছাত্রী। তারপরই মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় যুবক সহ পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।


 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version