হাবড়া থেকে অশোকনগর যাওয়ার জিরাট রোডে দোতালা বাড়ির সামনে একটি ট্রাক এবং দোকানের উপর ভেঙে পড়ল অশ্বত্থ গাছের একটি বিশাল আকারের ডাল। অল্পের জন্য বড়োসড়ো বিপদের থেকে রক্ষা পেয়েছেন পথচারীরা। তবে এর জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিপজ্জনক ভাবে ডালটি ছিল। প্রশাসনকে বলেও কোন কাজ হয়নি। বৃহস্পতিবার ভোরে সেটি ভেঙে পড়ে। অল্পের জন্য বড়োসড়ো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেলেও, গাছের ডাল পড়ে যান চলাচল ব্যাহত হয়।