বিয়ে করলেন তানিয়া গঙ্গোপাধ্যায়

বাংলা টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় হয়েছেন যে নায়িকারা, তানিয়া গঙ্গোপাধ্যায় তাঁদের মধ্যে একজন। টেলিভিশনে বহু উল্লেখযোগ্য কাজ রয়েছে তাঁর। ‘চোখের বালি’-র বিনোদিনী থেকে ‘কে আপন কে পর’-এর দেবী– দর্শক তাঁকে নানা ভূমিকায় দেখেছেন বিগত কয়েক বছরে। জুটি হিসেবেও দেখেছেন বহু অভিনেতার সঙ্গে। এবার বাস্তবে জীবনসঙ্গীর হাত ধরে তাঁর পথচলা শুরু।

পাত্রের নাম অভিষেক মণ্ডল। আদি বাড়ি শিলিগুড়িতে। পুলিশে কর্মরত অভিষেকের বর্তমানে কর্মক্ষেত্র বীরভূম।