‘ভুল ইঞ্জেকশনে’ শিশুর মৃত্যু, এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর উপস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ। কর্তব্যরত এএনএমকে গ্রেফতারের দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখান শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল সামন্ত বলেন, ২৮ নভেম্ববর ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে রায়ন রাম নামে পাঁচ বছরের এক শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। বুধবার রাতে সে মারা যায়।” পরিবারের অভিযোগ ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলে শিশুটির মৃত্যু হয়েছে। যদিও পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যু হওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
