Friday, November 14, 2025

সদ্য টেস্টে বাংলাদেশকে হেলায় হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল ভারত। সেই আত্মবিশ্বাস নিয়েই হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বিরাটের দল। সেখানেও লোকেশ রাহুল ও ক্যাপ্টেন কোহলির যুগলবন্দীতে সহজ জয় পেল ‘মেন ইন ব্লু’। 18.4 ওভারে অর্থাৎ 8 বল বাকি থাকতেই প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় রবি শাস্ত্রীর শিষ্যরা। 6 উইকেটে সহজ জয় পেল টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 2 রানে প্যাভিলিয়নে ফিরে যান ক্যারিবিয়ান ওপেনার সিমন্স। তবে তিনি ফিরে গেলেও দ্বিতীয় ওপেনার 40 রানের একটি ইনিংস খেলেন। যদিও ক্যারিবিয়ানদের হয়ে উল্লেখযোগ্য রান করেছেন একমাত্র হেটমায়ার। তাঁর সংগ্রহ 56। তিনি ছাড়া আর কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই অর্ধশতরানের গন্ডি পেরোতে পারেননি। বরং ওয়াশিংটন সুন্দর, চোট সরিয়ে ফিরে আসা ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহালের বোলিং দাপটে বেশ খানিকটা নড়বড়ে দেখায় উইন্ডিজ ব্যাটসম্যানদের। তাও তাল সামলিয়ে নির্ধারিত কুড়ি ওভারে 5 উইকেট খুইয়ে 207 রান করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে ‘হিটম্যান’ রোহিত শর্মা 8 রানে ডাগআউটে ফিরে গেলেও দ্বিতীয় ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে যেভাবে পার্টনারশিপ গড়ে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিয়েছেন বিরাট কোহলি, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। রাহুলের 65 রান এবং বিরাটের অপরাজিত 94 রানের ঝোড়ো ইনিংস সহজ জয় এনে দিল ভারতকে। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে 1-0-এ এগিয়ে রইল কোহলি ব্রিগেড।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version