একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৩৮০ ভারতীয় সেনাকে সম্মানিত করবে বাংলাদেশ

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৩৮০ জন ভারতীয় সেনাকে সম্মানিত করবে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক আলোচনা সভায় এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী কে আব্দুল মোমেন।
একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বহু ভারতীয় সেনা |
বাংলাদেশের বিদেশমন্ত্রী কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষ্যেই এই সম্মান দেওয়া হবে ।
 à¦¤à¦¿à¦¨à¦¿ আরও জানান, একাত্তরে বাংলাদেশের à§© কোটি লোক বাড়ি ছাড়া হয় এবং মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশের à§§ কোটি শরণার্থীকে আশ্রয় দেয়। বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় à§§à§­ হাজার সদস্য শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের  à¦ªà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ ২০১৭ সালে মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় অনেক সেনা পরিবারের সদস্যদের সম্মান প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৬ ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামে শহিদ ১২ ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেওয়া হয়।