Monday, November 17, 2025

কেন্দ্র আর্থিক সাহায্য না করলে ভারত থেকে ব্যবসা বন্ধের বার্তা ভোডাফোনের

Date:

কেন্দ্র আর্থিক সাহায্য না করলে ভারত থেকে ব্যবসা বন্ধের বার্তা ভোডাফোনের। দীর্ঘ ১৪ বছর ধরে চলা একটি মামলায় টেলিকম সংস্থাগুলিকে লাইসেন্স ও স্পেকট্রাম ব্যবহারের ফি দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায় কেন্দ্রের পক্ষে গিয়েছে। যার জেরে জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া-সহ দেশের আটটি সংস্থার থেকে কেন্দ্রের বকেয়া প্রাপ্য দাঁড়িয়েছে ₹৯২,৬৪১ কোটি ৷ এর মধ্যে অর্ধেক সুদ এবং জরিমানা। তিন মাসের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে এই বকেয়া মিটিয়ে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট তার ২৪ অক্টোবরের রায়ে জানিয়ে দিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবার ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার দাবি, এই বিপুল দায় মেটানোর ক্ষেত্রে কেন্দ্র ত্রাণ না-দিলে, বন্ধ করতে হবে সংস্থা। যা শুনে আঁতকে উঠেছেন ভোডাফোনের গ্রাহকেরা। প্রশ্ন উঠেছে, বাজারে ছড়ানো জল্পনা সত্যি করে শেষে কী তা হলে সত্যিই ঝাঁপ পড়তে চলেছে এই সংস্থার? বিশেষত টেলিকম শিল্প বারবার ত্রাণের দাবি জানানো সত্ত্বেও যেহেতু সেই প্রসঙ্গে এখনও একটা শব্দ খরচ করেনি সরকারি শিবিরের কেউ।

এদিন কুমার মঙ্গলম বিড়লা বলেন, ‘টেলিকম ক্ষেত্র গভীর সংকটের মধ্যে দিয়ে চলেছে। এটি একটি স্ট্যাটিজিক ক্ষেত্র। সরকার প্রকাশ্যেই জানিয়েছে, তারা চায় টেলিকম ক্ষেত্রে তিনটি বেসরকারি সংস্থা এবং একটি সরকারি সংস্থা থাকুক। যে কারণে আমরা সরকারের থেকে আরও বেশি সঞ্জিবনী প্যাকেজের প্রত্যাশা করছি। আর তা না হলে ভোডাফোন-আইডিয়ার দরজায় তালা পড়বে বলে আমার ধারনা।’

আরও পড়ুন-“পাশে আছি”-উন্নাওয়ে আশ্বাস প্রিয়াঙ্কার

 

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version