শীর্ষ আদালতে আযোধ্যা মামলার রায়ের পুনর্বিবেচনার আর্জি

অযোধ্যার বিতর্কিত জমি মামলার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দাখিল আরও ৪ পিটিশন। মোট ৭টি আবেদন জমা পড়ল শীর্ষ আদালতে। অযোধ্যা মামলার সঠিক বিচার হয়নি বলে শুক্রবারের আবেদনগুলিতে অভিযোগ জানানো হয়েছে। চারটি রিভিউ পিটিশনকেই সমর্থন করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।
৯ নভেম্বর অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমি মামলার রায়ের ২৪ দিন পরেই পুনর্বিবেচনার আর্জি জানিয়ে জমিয়তে উলেমায়ে হিন্দের পক্ষ থেকে প্রথম মামলা দায়ের হয়। প্রায় একই দাবি করে রিভিউ পিটিশনের আর্জি জানায় পার্সোনাল ল বোর্ডও। যদিও দু’পক্ষেরই রায় পুনর্বিবেচনার আবেদনের সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

Previous articleওয়ান ডে থেকেও ছিটকে গেলেন ধওয়ন, জাতীয় দলে আসতে পারেন…
Next articleযোগীর শহর উন্নাও : ‘রেপ-ক্যাপিটল অফ ইণ্ডিয়া’, ১১ মাসে ৮৬ ধর্ষণ, ১৮৫ যৌন নিগ্রহ