Sunday, November 16, 2025

দুর্বল বোলিংয়ের জন্য ক্যারিবিয়ানদের কাছে হারের মুখ দেখল ভারত

Date:

যেই বোলিং বিভাগকে নিয়ে হায়দরাবাদে ক্যারিবিয়ানদের দুরমুশ করেছিল ভারত, সেই বোলিং বিভাগ কার্যত তিরুবন্তপুরমে ভারতের হারের কারণ হয়ে রয়ে গেল। শুধু বোলিং বিভাগ নয়, প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিভাগও ছিল নড়বড়ে। ব্যাট হাতে একমাত্র শিবম দুবে দলের মান রেখেছিলেন। কিন্তু বল হাতে তেমন কেউই মুখ রক্ষা করতে পারলেন না। দলের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড়ে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের একটা করে উইকেট নেওয়া কার্যত ফিকে হয়ে গিয়েছে। মাত্র দুই উইকেট হারিয়ে 18.3 ওভারেই 173 রান করে 8 উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে সমতা ফেরাল ক্যারিবিয়ানরা।

টস জিতে প্রথমে কল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে রবিবারের সন্ধ্যেতে যখন গ্যালারিতে বসে থাকা দর্শকরা বিরাট-রোহিতদের ব্যাটিং ঝড় উপভোগ করবে বলে আশায় বুক বেঁধেছিল, ঠিক তখনই মাত্র 11 রানে লোকেশ রাহুল ফিরে যান। এমনকি ‘হিটম্যান’ রোহিত শর্মা ও ক্যাপ্টেন কোহলির ব্যাটও আজ কথা বলল না। ফলে হতাশা নেমে এসেছিল গোটা গ্যালারিতে। ঠিক তখনই দলের তরুণ তুর্কি শিবম দুবের অর্ধশতরান কার্যত স্বস্তি এনে দিয়েছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। অবশেষে 20 ওভারে 170 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান সিমন্স একাই কার্যত ম্যাচের হাল ধরেন। তার অপরাজিত 67 রানের ইনিংস ভারতীয় বোলারদের আত্মবিশ্বাসকে কার্যত ভেঙে দিয়েছে। একটার পর একটা ক্যাচ মিস করেছেন ভারতীয় বোলাররা। ফলে সিমন্সের সঙ্গে তাল মিলিয়েছেন লিউইস। অপেশাদারিত্বের অভাব ছিল আজকে ভারতের বোলিং বিভাগে। তাই সহজ জয় পেল উইন্ডিজরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজকের পর সিরিজের ফল 1-1। এর ফলে তৃতীয় তথা শেষ ম্যাচ সিরিজ জয়ের জন্য ভারতের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ, তা বলাই যায়।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version