বিরোধীদের আওয়াজ বন্ধ করলে খেসারত দিতে হবে ভবিষ্যতে: দীপা

সংখ্যার বিচারে বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে নিল। কিন্তু এভাবে বিরোধীদের কণ্ঠ দমিয়ে রাখলে তার খেসারত দিতে হবে আগামী দিনে। এক মামলার শুনানিতে বারাসতে বিশেষ আদালতে গিয়ে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ নিয়ে এই মন্তব্য করলেন দীপা দাশমুন্সি। পাশাপাশি, রাজ্যে মহিলাদের উপর আক্রমণ প্রসঙ্গে দীপা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী স্পিডি ট্রায়ালের কথা বললেও, তার কোনও প্রভাব দেখা যাচ্ছে না। বাম-কংগ্রেসের যৌথ আন্দোলন প্রসঙ্গে আশাবাদী দীপা।

দেখুন কী বললেন দীপা…

আরও পড়ুন-সংসদে পাশ নাগরিকত্ব বিল পক্ষে ২৯৩ ভোট, বিপক্ষে ৮২