Monday, December 8, 2025

পেঁয়াজ কত করে? দেখতে বাজারে হাজির মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পেঁয়াজের দাম নিয়ে দেশ জুড়ে চর্চা। সুফল বাংলা স্টল থেকে রেশন দোকানে সুলভ মূল্যে পেঁয়াজ দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে? বাজারেই বা কত দামে বিকোচ্ছে পেঁয়াজ? সরেজমিনে দেখতে সোমবার সকালেই ভবানীপুরে যদুবাবুর বাজারে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। বিক্রেতারা তাঁকে জানান, ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছেন তাঁরা। বিক্রি করছেন ১৩০ টাকা করে। সঙ্গে থাকা সরকারি আধিকারিককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সব নথিভুক্ত করে রাখার জন্য। সরকার সুফল বাংলা প্রকল্পে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ দিলেও, যদুবাবুর বাজারের সেই গাড়ি আসছে না বলে অভিযোগ ক্রেতাদের।
বেশ কিছুদিন ধরেই আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম। বেঙ্গালুরুতে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কলকতা সহ রাজ্যে দাম ঘোরাফেরা করছে ১৫০ টাকা কেজি-র আশপাশে। এই পরিস্থিতিতে ৫৯ টাকা দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয় রাজ্যে। বিক্রি শুরুও হয়েছে। রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানান, নাসিক থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এসেছে রাজ্যে। আরও পেঁয়াজ আসছে। এবার খোলা বাজারে দাম কমতে পারে বলে আশা।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলার পর বাজার ছাড়েন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বাইরের রাজ্যগুলি থেকে পেঁয়াজ এনে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এদিকে দাম আকাশ ছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে আজ সোমবার থেকেই প্রায় ৯৫০টি রেশন দোকানে পেঁয়াজ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। তারও আগে সুফল বাংলার স্টলে ৫৯ টাকা কেজি দরে ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

spot_img

Related articles

প্রোঅ্যাক্টিভ হোন: কোচবিহারের বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নির্বাচনের আগে এসআইআর করে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি অশান্ত করার প্রচেষ্টায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। এই পরিস্থিতিতে...

বায়োপিক বানানোর নামে ৩০ কোটির প্রতারণা! গ্রেফতার পরিচালক বিক্রম ভাট

সিনেমা তৈরির নামে টাকা নিয়ে চিকিৎসককে প্রতারণার দায়ে এবার গ্রেফতার হলেন পরিচালক বিক্রম ভাট। মূলত আইভিএফ (IVF) প্রক্রিয়ার...

অপরিকল্পিত SIR:কোচবিহারের বৈঠক থেকে কমিশনের পক্ষপাতিত্বকে তোপ মুখ্যমন্ত্রীর

ফের একবার নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর চালু করা নিয়ে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। একদিকে...

‘জয় হিন্দ’-এ আপত্তি, ‘বন্দেমাতরম’-এ বিতর্ক! সংসদে আলোচনায় কটাক্ষ মমতার

বিজেপির নেতারা বলছেন নেতাজি, গান্ধীজিকে পছন্দ করি না। আবার বিজেপির কেন্দ্রের সরকার সংসদে 'বন্দেমাতরম' (Vandemataram) ১৫০ বর্ষপূর্তিতে আলোচনার...