পঞ্চায়েতে দুর্নীতি আটকাতে নয়া দাওয়াই রাজ্যের

পঞ্চায়েতের কাজে দুর্নীতি আটকাতে রাজ্য সরকারের নয়া দাওয়াই রাজ্য। রাজ্য জুড়ে প্রতিটি পঞ্চায়েতের জন্যে একজন করে নোডাল অফিসার নিয়োগ করবে সরকার। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের বিভিন্ন কাজে কাটমানি, তোলা আদায় সহ নানা দুর্নীতির অভিযোগ উঠছে।
পঞ্চায়েত দুর্নীতির জেরে সরকারের উন্নয়নমূলক পরিষেবা থেকে বাসিন্দারা বঞ্চিত হন বলে অভিযোগ। এর জেরেই মুখ্যবমন্ত্রীর নির্দেশে প্রতিটি পঞ্চায়েতের জন্যউ আলাদা নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর। ব্লক ডেভলপমেন্ট অফিসারদের মধ্যে থেকেই একজনকে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হবে। উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ যাতে দুর্নীতিমুক্ত, আইন মেনে হয় সেটাই দেখবেন তিনি।
নোডাল অফিসাররা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কাজের অগ্রগতির বিষয়ে বিডিও-র কাছে রিপোর্ট জমা দেবেন। বিডিও রিপোর্ট পাঠাবেন পঞ্চায়েত দফতরে। তার প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ স্থির করবে পঞ্চায়েত দফতর।

Previous articleপেঁয়াজ কত করে? দেখতে বাজারে হাজির মুখ্যমন্ত্রী
Next articleবিরোধীদের আওয়াজ বন্ধ করলে খেসারত দিতে হবে ভবিষ্যতে: দীপা