শুভেন্দু আমার উপকার করেছে, গদ্দার বলব না: দেব

ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব (Dev) সরাসরি বলেছেন, তিনি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গদ্দার বলবেন না। বরং তিনি বলেছেন,” শুভেন্দুদা ২০১৪ ও ২০১৯ সালে আমার ভোট করেছেন, আমাকে আর্থিক সাহায্য করেছিলেন। উনি ব্যক্তিগত কারণে দলবদল করেছেন। ওঁকে দেখলে চিনতে পারব না, এমন করতে পারব না।”

দেব বলেন তিনি গদ্দার শব্দটি সমর্থন করেন না। তাই নেত্রী কথাটা বললেও তিনি বলতে পারবেন না। এমনকি রাজনীতিতে ‘খেলা হবে’ শব্দ সম্পর্কেও আপত্তির কথা জানিয়েছেন দেব। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি যে সুসম্পর্ক রাখার পক্ষে, সেটাও আবার খোলাখুলি বলেছেন দেব। ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটাল সংস্করণে দেবের সাক্ষাৎকারটি আপলোড হওয়ার পর বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ দলের ঘোষিত লাইনের সম্পূর্ণ উল্টোকথা বলেছেন দেব। নিজে সকলের কাছে ভালো থাকার ইমেজ গড়ার যে বাণী দেব ছড়িয়ে থাকেন, এই সাক্ষাৎকারেও তা অটুট।

দেখার মত বিষয় হল শুভেন্দু অধিকারী রোজ মুখ্যমন্ত্রী এবং অভিষেককে আক্রমণ চালিয়ে গেলেও দেব শুভেন্দুর প্রশংসা করেই চলেছেন। তৃণমূলের শত্রু মানেই যে তাঁর শত্রু নয়, সেটা আবারও বুঝিয়ে দিয়েছেন তিনি।

Previous articleজোট সঙ্গীরাও ভরসা হারিয়েছে! পাহাড়ে বিজেপির ভোট কমার আশঙ্কা বিমল গুরুংয়ের
Next article‘জবাব’ দিল ভারতীয় নৌসেনা, চিন সাগরের কাছে পৌঁছল তিনটি যুদ্ধজাহাজ!