জোট সঙ্গীরাও ভরসা হারিয়েছে! পাহাড়ে বিজেপির ভোট কমার আশঙ্কা বিমল গুরুংয়ের

দার্জিলিং-সহ (Darjeeling) উত্তরের তিন লোকসভা কেন্দ্রের (Loksabha Seat) ভোট মিটতেই, এনডিএ (NDA) জোটের শরিক গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) সুপ্রিমো বিমল গুরুং-এর (Bimal Gurung) গলায় এবার আশঙ্কার কথা। বৃহস্পতিবার দলের সাংগঠনিক কাজে ভারত ভুটান-সীমান্তে গিয়ে চলতি লোকসভা ভোটে এই তিন লোকসভা কেন্দ্রে এনডিএ জোটের ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কা প্রকাশ করেছেন। এই মুহূর্তে দলের সংগঠনকে মজবুত করতে ডুয়ার্স সফরে রয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।
বৃহস্পতিবার দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ভারত ভুটান সীমান্তের জয়গাঁও আসেন বিমল। তিনি জানান দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা আসনে বিজেপির ভোট দরুন ভাবে কমে যাবে।
এদিন জয়ঁগাও এর মঙলাবাড়িতে অবস্থিত গোর্খা জনমুক্তি মোর্চার ডুয়ার্সের মূখ্য কার্যালয়ে এলাকার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বিমল গুরুং। সেখানেই বিমল জানান, পাহাড়ে ভোট মারাত্মক ভাবে কমেছে বিজেপির, যা লোকসভা ভোটের ফলকে অনেকটাই প্রভাবিত করতে পারে।

Previous articleশিক্ষক ঘাটতি মেটাতে নয়া ভাবনা! নতুন শিক্ষাবর্ষ থেকেই শুরুর পরিকল্পনা সংসদের 
Next articleশুভেন্দু আমার উপকার করেছে, গদ্দার বলব না: দেব