Thursday, August 28, 2025

হারের জন্য খারাপ ফিল্ডিংকেই দায়ী করলেন হতাশ বিরাট

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে লজ্জাজনক হার হয়েছে ভারতের। সেই অর্থে মাথা তুলে দাঁড়াতে না পারলেও কোনওক্রমে শিবম দুবের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৭০ রান তুলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু হতশ্রী বোলিং পারফরম্যান্সের জন্য দ্বিতীয় টি-২০ সিরিজ জয় হাতছাড়া হয়েছে রবি শাস্ত্রীর শিষ্যদের। আর এ কথা ম্যাচ শেষে মেনে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে হারের কারণ হিসেবে দলের ফিল্ডিংকেই দায়ী করেছেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট জানান, ‘আমরা যদি এত খারাপ ফিল্ডিং করি, তাহলে কোনও রানই যথেষ্ট নয়। আমরা খুবই খারাপ ফিল্ডিং করেছি। এক ওভারে দুটি ক্যাচ মিস হয়েছে।’ আর কথায় আছে, ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’।

তবে শুধু ফিল্ডিং নয়, দলের ব্যাটিং নিয়েও খুশি নন ক্যাপ্টেন কোহলি। তাঁর কথায়, ‘আমরা ১৬ ওভার পর্যন্ত ভাল ব্যাট করি। তারপর শেষ চার ওভারে মাত্র ৩০ রান ওঠে। ভবিষ্যতে আমাদের সেদিকে নজর রাখতে হবে। শুধুমাত্র শিবমের হাফ সেঞ্চুরির জন্যই আমরা ১৭০ রান করতে পেরেছি। আমরা জানতাম পিচ থেকে স্পিনাররা সুবিধা পাবে। আর সেই জন্যই শিবমকে তিন নম্বরে নামিয়েছিলাম। আমাদের পরিকল্পনাই ছিল ও স্পিনারদের আক্রমণ করবে। আর সেই পরিকল্পনা কার্যকরও হয়। তবে শুধু ওর ওপর ভর ম্যাচ জেতা তো যায় না। ও ওর কাজ করেছে। বোলারদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।’ এভাবেই দ্বিতীয় ম্যাচে হারের পর হতাশ হয়ে মন্তব্য করেন বিরাট।

প্রসঙ্গত, এখনও সিরিজের একটি ম্যাচ বাকি। আর সেই ম্যাচ কার্যত দুই দলের কাছেই সিরিজ জেতার জন্য ‘ডু অর ডাই’ লড়াই।

spot_img

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...