Saturday, November 15, 2025

রাজ্যসভায় CAB-তে শিবসেনার সমর্থন নিশ্চিত নয়, চমক দিলেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

মহারাষ্ট্রের পর ফের ‘চালক’-এর আসনে বসতে চাইছে শিবসেনা৷

সোমবার লোকসভায়
নাগরিকত্ব সংশোধনী বিল বা Citizenship Amendment Bill-কে সমর্থন করেছে শিবসেনা৷ এবং তা পাশও হয়েছে৷ ওদিকে শিবসেনা বিলটিতে সমর্থন করায়, তার নিন্দা করে ট্যুইট করেছেন রাহুল গান্ধী৷ ফলে, মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার চালানোর ক্ষেত্রে চাপে পড়েছে শিবসেনা।

বিজেপিকে চমকে দিয়ে শিবসেনা- সুপ্রিমো উদ্ধব ঠাকরে বলেছেন, “সোমবার আমরা লোকসভায় যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তার উত্তর পাইনি৷ বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত রাজ্যসভায় আমরা বিলটিতে সমর্থন দেব না”৷
উদ্ধব ঠাকরের এই বক্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে, কংগ্রেসকে ‘তুষ্ট’ রাখতেই কি ফোকাস বদলাতে চলেছে শিবসেনা? উদ্ধব জানিয়ে দিয়েছেন, রাজ্যসভায় বিলটিতে শিবসেনার সমর্থন নিশ্চিত নয়। প্রসঙ্গত, গতমাসেই NCP ও কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন উদ্ধব ঠাকরে।
মুম্বইয়ে সাংবাদিকদের উদ্ধব ঠাকরে বলেছেন, “রাজ্যসভায় তারা যখন বিলটি আনবে, তাদের কিছু পরিবর্তন করা উচিত”। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, “লোকসভার মতো একইভাবে আমরা ভোট নাও দিতে পারি, এটা একটা ক্রমবর্ধমান পরিস্থিতি”।
নাগরিকত্ব বিল নিয়ে এটাই শিবসেনার এখনও পর্যন্ত সর্বশেষ অবস্থান।
প্রসঙ্গত, দলের মুখপত্র ‘সামনা’-য় নাগরিকত্ব বিলের প্রথমে নিন্দা করেছিল শিবসেনা৷ ‘সামনা’-য় এই বিলকে ভারতে “অদৃশ্য বিভাজন” বলেই শিবসেনা মন্তব্য করেছে। তারপরেও সেই বিলে তাদের সমর্থন অনেককেই অবাক করেছে৷
মধ্যরাতে, লোকসভায় পাশ হওয়া বিলটি, বুধবার রাজ্যসভায় পেশ করা হবে৷ সংসদের উচ্চকক্ষে সরকার সংখ্যালঘু হওয়ায় সেখানে পাটিগণিত বেশ কঠিন বলেই রাজনৈতিক মহলের ধারনা৷
এর পর শিবসেনার এই সর্বশেষ মন্তব্য বিষয়টিকে বিজেপির পক্ষে অশনি সংকেত বলেই অনেকে মনে করছেন৷

spot_img

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...