Thursday, August 28, 2025

রাজ্যসভায় CAB-তে শিবসেনার সমর্থন নিশ্চিত নয়, চমক দিলেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

মহারাষ্ট্রের পর ফের ‘চালক’-এর আসনে বসতে চাইছে শিবসেনা৷

সোমবার লোকসভায়
নাগরিকত্ব সংশোধনী বিল বা Citizenship Amendment Bill-কে সমর্থন করেছে শিবসেনা৷ এবং তা পাশও হয়েছে৷ ওদিকে শিবসেনা বিলটিতে সমর্থন করায়, তার নিন্দা করে ট্যুইট করেছেন রাহুল গান্ধী৷ ফলে, মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার চালানোর ক্ষেত্রে চাপে পড়েছে শিবসেনা।

বিজেপিকে চমকে দিয়ে শিবসেনা- সুপ্রিমো উদ্ধব ঠাকরে বলেছেন, “সোমবার আমরা লোকসভায় যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তার উত্তর পাইনি৷ বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত রাজ্যসভায় আমরা বিলটিতে সমর্থন দেব না”৷
উদ্ধব ঠাকরের এই বক্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে, কংগ্রেসকে ‘তুষ্ট’ রাখতেই কি ফোকাস বদলাতে চলেছে শিবসেনা? উদ্ধব জানিয়ে দিয়েছেন, রাজ্যসভায় বিলটিতে শিবসেনার সমর্থন নিশ্চিত নয়। প্রসঙ্গত, গতমাসেই NCP ও কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন উদ্ধব ঠাকরে।
মুম্বইয়ে সাংবাদিকদের উদ্ধব ঠাকরে বলেছেন, “রাজ্যসভায় তারা যখন বিলটি আনবে, তাদের কিছু পরিবর্তন করা উচিত”। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, “লোকসভার মতো একইভাবে আমরা ভোট নাও দিতে পারি, এটা একটা ক্রমবর্ধমান পরিস্থিতি”।
নাগরিকত্ব বিল নিয়ে এটাই শিবসেনার এখনও পর্যন্ত সর্বশেষ অবস্থান।
প্রসঙ্গত, দলের মুখপত্র ‘সামনা’-য় নাগরিকত্ব বিলের প্রথমে নিন্দা করেছিল শিবসেনা৷ ‘সামনা’-য় এই বিলকে ভারতে “অদৃশ্য বিভাজন” বলেই শিবসেনা মন্তব্য করেছে। তারপরেও সেই বিলে তাদের সমর্থন অনেককেই অবাক করেছে৷
মধ্যরাতে, লোকসভায় পাশ হওয়া বিলটি, বুধবার রাজ্যসভায় পেশ করা হবে৷ সংসদের উচ্চকক্ষে সরকার সংখ্যালঘু হওয়ায় সেখানে পাটিগণিত বেশ কঠিন বলেই রাজনৈতিক মহলের ধারনা৷
এর পর শিবসেনার এই সর্বশেষ মন্তব্য বিষয়টিকে বিজেপির পক্ষে অশনি সংকেত বলেই অনেকে মনে করছেন৷

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...