Monday, November 17, 2025

তেলেঙ্গানা এনকাউন্টার: পুলিশের বিরুদ্ধে করা FIR-এর নথি তলব হাইকোর্টের

Date:

তেলেঙ্গানা-এনকাউন্টার সংক্রান্ত মামলায় ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, আগামী বৃহস্পতিবারের মধ্যে এনকাউন্টারে যুক্ত থাকা পুলিশকর্মীদের বিরুদ্ধে করা FIR-এর নথি হাইকোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন৷ একইসঙ্গে এনকাউন্টারে নিহত ৪ জনের দেহ ১৩ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করার আদেশও জারি করেছেন৷ এদিকে ওই এনকাউন্টারের ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করেছে তেলেঙ্গানা পুলিশ। SIT-এর নেতৃত্বে থাকবেন রচাকোন্ডার পুলিশ কমিশনার মহেশ ভাগবত।

এনকাউন্টারের ঘটনা পা রেখেছে দেশের শীর্ষ আদালতেও৷ এই পুলিশি ‘সংঘর্ষ’ বা এনকাউন্টারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা যাবে কি না, তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টে দু’টি জনস্বার্থ মামলা হয়েছে। সেগুলি শোনা হবে কি না, তা স্থির করতে বুধবার জরুরি শুনানি করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদে।
তেলেঙ্গানা হাইকোর্টের শুনানিতে প্রধান বিচারপতি আর এস চৌহানের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, দেহগুলি ১৩ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। মেহবুবনগরের জেলা হাসপাতাল থেকে দেহগুলিকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্সে আনতে হবে হায়দরাবাদের গান্ধী হাসপাতালে। একইসঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছেন,এনকাউন্টারের সঙ্গে যুক্ত থাকা পুলিশকর্মীদের বিরুদ্ধে FIR হয়েছে কি না৷ বৃহস্পতিবারের মধ্যে পুলিশকর্মীদের বিরুদ্ধে করা FIR-এর নথি হাইকোর্টে জমা দিতে বলেছে বেঞ্চ। হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বি এস প্রসাদ জানান, সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টে শুনানি স্থগিত থাকা উচিত। এর পরেই বৃহস্পতিবার পর্যন্ত শুনানি স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। শুনানির পরেই ওই সংঘর্ষের তদন্তের জন্য একটি SIT গঠন করে তেলেঙ্গানা পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্র বনাম PUCL মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে সংঘর্ষের নিরপেক্ষ তদন্ত করবে। অন্য দিকে এই পুলিশি এনকাউন্টারের ঘটনা নিয়ে তেলেঙ্গানার পাশে দাঁড়িয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে জগন্মোহন রেড্ডি। তিনি বলেন, ‘‘যখন সিনেমায় নায়ক কাউকে এনকাউন্টারে হত্যা করেন তখন আমরা হাততালি দিই। যখন বাস্তবে কোনও সাহসী ব্যক্তি এ কাজ করেন তখন দিল্লি থেকে জাতীয় মানবাধিকার কমিশন দৌড়ে আসে।’’

Related articles

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...
Exit mobile version