আজ বিশ্ব মানবাধিকার দিবস, নোবেল শান্তি পুরস্কারের দিন

আজ ১০ ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা শুরু করে। সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে। মানুষের অধিকার ঘোষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নতুনভাবে তৈরি রাষ্ট্রসঙ্ঘের অন্যতম বড় পদক্ষেপ। মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরণের তথ্যচিত্র কিংবা চলচ্চিত্র প্রদর্শনী এ দিন হয়ে থাকে।ঐতিহ্যগতভাবে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে প্রতি পাঁচ বৎসর অন্তর ‘রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পুরস্কার’ দেওয়া হয়। এছাড়া নোবেল শান্তি পুরস্কারও এদিনই দেওয়া হয়।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleমুখ্যমন্ত্রীর স্মৃতি নিয়ে প্রায় উচ্ছেদের মুখে দিঘার সেই পরিমলের চায়ের দোকান