সারাদিন ছিলেন সংসদে নিজের আসনে। রাত ৮.৪৪ মিনিটে ভোটের ফলাফল বেরিয়ে যেতেই কার্যত উল্লসিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটে বললেন, অবশেষে পাশ হলো নাগরিকত্ব সংশোশনী বিল। বঞ্চিতদের আজ স্বপ্ন পূরণের দিন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে যিনি এইসব বঞ্চিত মানুষকে সুরক্ষা এবং সম্মান নিয়ে বাঁচার সুযোগ করে দিলেন। যাঁরা সমর্থন করেছেন, আমি তাঁদের সকলকে মন থেকে সমর্থন জানাচ্ছি।




