Thursday, May 15, 2025

“দেশের ব্যবসার লাইফলাইন বাংলা”, বিনিয়োগের আহ্বানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

দেশের তুলনায় রাজ্যে জিডিপি গ্রোথ অনেক ভালো। কর্মসংস্থানের ক্ষেত্রেও দেশের মধ্যে অনেক এগিয়ে আছে বাংলা। দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজ সহ একাধিক ক্ষেত্রে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গে। “এখানে বিনিয়োগ করুন, শিল্প গড়ুন” দিঘার বাণিজ্যিক সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধি ও শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর। বুধবার, দিঘায় শুরু হল ২দিনের বাণিজ্য সম্মেলন। আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সম্মেলনে উপস্থিত অস্ট্রেলিয়া, জাপান, ভূটান, সহ ২০ টি দেশের প্রতিনিধিরা। রয়েছেন রাজ্য ও দেশের বিভিন্ন শিল্পপতি।

সম্মেলনের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় অনেক বড় কনভেনশন সেন্টার আছে। কিন্তু দিঘা অনেক উন্নতি করেছে। রেলপথ, সড়ক পথ ও জলপথের মাধ্যমে যোগাযোগ করা যায়। এখানে ব্রিজ তৈরি হচ্ছে। হবে পুরীর মতো জগন্নাথ মন্দির। তিনি জানান, দিঘায় ১৭৫ টা হোটেল আছে। তাজপুরে খুব তাড়াতাড়ি চালু হবে সমুদ্র বন্দর।

এরপরেই দেশের তুলনায় রাজ্যের বর্তমান পরিস্থিতি দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন মমতা। তিনি জানান, দেশের ব্যবসার লাইফলাইন বাংলা। স্বস্তির সঙ্গে রাজ্যে ব্যবসা করাটাই অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেন মমতা। বিনিয়োগের সুবিধার্থে জমি-নীতি তৈরি করা হয়েছে। পরিবহনের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে বাংলা। ইউরোপীয় দেশগুলির সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ স্থাপন করার চেষ্টা হচ্ছে। দিঘায় স্থায়ী হেলপ্যাড তৈরি হয়েছে। মালদা, বালুরঘাটেও দ্রুত বিমান পরিষেবা চালু করা হবে। আগামী বছর ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version