গুজরাত দাঙ্গায় ‘মুখ্যমন্ত্রী’ নরেন্দ্র মোদিকে ক্লিনচিট

0
3

২০০২ সালের গুজরাত দাঙ্গায় তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন। বুধবার, গোধরা পরবর্তী হিংসা নিয়ে নানাবতী-মেহতা কমিশনের রিপোর্ট জমা পড়ে গুজরাত বিধানসভায়। সেই রিপোর্টে সেই সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি পরিচালিত সরকারকে ‘ক্লিনচিট’ দেওয়া হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০০২ সালে গোধরা কাণ্ডের পরে রাজ্যে যে হিংসা ছড়ায় তা সংগঠিতভাবে হয়নি। এমনকী, হিংসা নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিয়েছিল তৎকালীন রাজ্য সরকার।

২০০৯ -এ নানাবতী-মেহতা কমিশনের প্রথম পর্যায়ের রিপোর্ট জমা পড়ে। ২০১৪ সালে গুজরাতের সেই সময়ের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের কাছে চূড়ান্ত রিপোর্ট পেশ করে কমিশন। কিন্তু এবছর সেপ্টেম্বরে দায়ের করা এক জনস্বার্থ মামলায় গুজরাত হাইকোর্টের তরফে জানানো হয়, বিধানসভার শীতকালীন অধিবেশনেই নানাবতী-মেহতা কমিশনের রিপোর্ট পেশ করা হবে। সেই রিপোর্টই পেশ হল বুধবার। আর তাতে ক্লিনচিট দেওয়া হল মোদিকে।