লোকসভায় পাস হওয়ার পরে বুধবার দুপুরে রাজ্যসভায় পেশ হল নাগরিকত্ব সংশোধনী বিল। বিল পাস করানোর বিষয়ে আশাবাদী বিজেপি। তবে, অসুস্থতার কারণে অধিবেশনে অনুপস্থিত ৪ সাংসদ। তাঁদের মধ্যে দু’জন নির্দল, একজন বিজেপি ও একজন আরজেডি। এরজেরে ম্যাজিক ফিগার কমে দাঁড়াল ১১৯। সরকারের পক্ষের ১২৫ সাংসদ আছেন বলে দাবি বিজেপির। বিপক্ষে পড়তে পারে ১০৯টি ভোট। বিল নিয়ে আলোচনার জন্য ৬ঘণ্টা বরাদ্দ করেছেন স্পিকার।

বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন,
• শরণার্থীরা তাঁদের অধিকার পাবেন
• পড়শী দেশ থেকে আসা সংখ্যালঘুরা আশ্রয় পাবেন
• মুসলিমদের ভয়ের কোনও কারণ নেই
• উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের চিন্তা করার প্রয়াজোন নেই
• বিজেপি ভোটের রাজনীতি করছে না
• ভোটের আগেই এটা বিজেপির ইসতেহারে ছিল
• লাখো মানুষের সঙ্গে ধর্মীয় প্রতারণা হয়েছে
• ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বরের আগে বাংলায় যাঁরা এসেছেন তাঁরা নাগরিকত্ব পাবেন
• ভারতে আসার দিন থেকেই নাগরিকত্ব দেওয়া হবে
