Sunday, November 16, 2025

হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

Date:

NRC-র প্রতিবাদে তৃণমূল প্রভাবিত মতুয়াদের ধরনায় বুধবারেও গরহাজির মমতাবালা ঠাকুর। পরপর দু’দিনই তৃণমূলের এই প্রাক্তন সাংসদ ধরনায় না আসায় ক্ষিপ্ত হয়ে মতুয়াদের ‘অরিজিন’ নিয়েই তোপ দাগলেন মন্ত্রী মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিস্ফোরক বক্তব্য, “কে এলো, কে এলো না, তাতে কিছু যায় আসে না। মতুয়া কোনও বিশেষ পরিবারের নয়। উনি আসবেন কি’ না, ওনার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কাছে রয়েছে।”

আর এর পরই মতুয়াদের একটি বই এনে জ্যোতিপ্রয় তোপ দাগেন, “হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, ওনারা মৈথিলি ব্রাহ্মণ।”

সোমবার লোকসভায় পাস হয়েছে Citizenship Amendment Bill বা নাগরিকত্ব সংশোধনী বিল৷ আর তারপরই NRC-র বিরোধিতায় মতুয়াদের সামনে এনে মঙ্গলবার থেকে অবস্থানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই ধরনা মঞ্চে ছিলেন না মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। সংঘাধিপতি নিজেই মঙ্গলবার বলেছেন, এই আন্দোলন কাদের, তা তিনি জানেন না। ওদিকে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “মমতা ঠাকুর অসুস্থ। তাই আসবেন না। উনি আমাদের সঙ্গেই আছেন। উনি বুধবার আসার চেষ্টা করবেন।” এদিকে এদিনও তৃণমূলের মতুয়া ধর্নায় অনুপস্থিত মমতা বালা ঠাকুর। এদিনও এ বিষয়ে মমতা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা যে মতুয়াদের ধর্না এবিষয়ে তিনি কিছু জানেন না। অসুস্থতার জন্য আসতে পারবেন না তিনি। এরপরই উসকে ওঠে জল্পনা, তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের প্রাক্তন সাংসদের? সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর না আসায়, এবার তাঁকে ছাড়াই মতুয়াদের নিয়ে এগোনোর কথা ভাবছে শাসকদল। তৃণমূল বলছে “ওই পরিবারে ঝামেলা আছে। কিন্তু সেজন্য সাধারণ মতুয়ারা কেন বিপাকে পড়বেন?

আরও পড়ুন-“দেশের ব্যবসার লাইফলাইন বাংলা”, বিনিয়োগের আহ্বানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version