Wednesday, November 12, 2025

বিজেপিকে সঞ্জয় রাউত : মনে রাখবেন হিন্দুত্বের স্কুলের আমরা হেডমাস্টার

Date:

রাজ্যসভায় দাঁড়িয়ে বিজেপি সরকারকে একহাত নিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাহলে কি দিনের শেষে বিলের বিরুদ্ধে ভোট দিচ্ছে শিবসেনা? কিছুটা যেন ইঙ্গিত সঞ্জয়ের বক্তব্যে।

শিবসেনা মুখপাত্র বললেন, কয়েকদিন থেকে শুনছি যারা সিএবি সমর্থন করবেন তাঁরা দেশভক্ত, আর যাঁরা করবেন না তাঁরা দেশদ্রোহী! এও বলা হচ্ছে, যারা সমর্থন করবেন না তাঁদের স্থান পাকিস্তানে। আমি জানতে চাই এই সংসদ কী পাকিস্তানের সংসদ? পাকিস্তানকে ঠাণ্ডা করতে গেলে যা যা করার হয় করুন।কিন্তু তার জন্য এভাবে দেশের মানুষের গায়ে লেভেল সেঁটে দেবেন? এটা সরকার। মানুষের সরকার। সরকারকে মানবিক হতে হবে। তাহলে এতো অমানবিক কেন? সরকারকে ঠিক করতে হবে এই বিল ধর্মের ভিত্তিতে হবে না মানবতার ভিত্তিতে হবে।

এই তো শুনলাম কাশ্মীরে দুই মুসলিম সেনা জঙ্গিদের হাতে মারা গিয়েছেন। তাদের পরিবারও কিন্তু এই বিলের বিরোধিতা করেছেন। আপনারা কি এই দুই বীর সেনার দু’জনের পরিবারকে দেশদ্রোহী বলবেন?

ঘুরেফিরে আপনারা হিন্দুত্বের কথা বলছেন। এই হিন্দুত্ব প্রসঙ্গে বলি, হিন্দুত্বের কথা আমাদের শেখাবেন না। মনে করিয়ে দিতে চাই, যে হিন্দুত্বের আপনারা বড়াই করছেন, সেই হিন্দুত্বের স্কুলের আমরা হেডমাস্টার ছিলাম। আর সেই হেডমাস্টার হলেন বাল ঠাকরে। আপনারা ৩৭০ তুলে দিয়েছেন। সমর্থন করেছি। কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে যা-যা করছেন তাতে মানবতা ধুলিস্মাৎ হচ্ছে। আপনারা দেখছেন উত্তর-পূর্বের মানুষ সিএবি নিয়ে কীভাবে মানুষ বিরোধিতার রাস্তায় নেমেছেন। তার মানে কি তাঁরা দেশবিরোধী? ভাবুন। ভেবে সিদ্ধান্ত নিন।

আরও পড়ুন-“আমাদের দেশপ্রেম শেখাবেন না”, রাজ্যসভায় সরব ডেরেক

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version