নাগরিকত্ব আইনে ‘না’ আরও একাধিক রাজ্যের

নতুন নাগরিকত্ব আইন প্রয়োগে বাধা হয়ে দাঁড়াতে চায় বিজেপি বিরোধী একাধিক রাজ্য। তৃণমূল-শাসিত পশ্চিমবঙ্গ ও বাম-শাসিত কেরালার পর নাগরিকত্ব আইন চালু না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস-শাসিত রাজ্য পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানও। নাগরিকত্ব বিলের বিপক্ষে তেলেঙ্গানার শাসক দল টিআরএসও। আবার মহারাষ্ট্রে তিন দলের জোট সরকারে শিবসেনা লোকসভায় নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিলেও বিরোধিতা করেছে কংগ্রেস ও এনসিপি। শিবসেনা নতুন আইন নিয়ে এখনও নীরব থাকলেও কংগ্রেস বলছে মহারাষ্ট্রে ‘নো এন্ট্রি’ নাগরিকত্ব আইনের। অন্যদিকে বিজেপির বক্তব্য, কয়েকটি দলের মধ্যে সংখ্যালঘু তোষণের রাজনীতির যে প্রতিযোগিতা শুরু হয়েছে তা অবৈধ অনুপ্রেশকারীদের উৎসাহিত করবে। এই তোষণের রাজনীতি মানুষই প্রত্যাখ্যান করবে।

 

Previous articleলোকসভায় শিবসেনা ভোট দিয়েছে ক্যাবের পক্ষে, অথচ কংগ্রেস বলছে এই আইন নয় মহারাষ্ট্রে!
Next articleশবরীমালা মন্দিরে যেতে মহিলা সমাজকর্মীদের বিশেষ নিরাপত্তা নয়: সুপ্রিম কোর্ট