নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হঠাৎ ট্রেনে আক্রমণ করে বিক্ষোভ দেখাল একদল মানুষ। তাদের হাতে অবশ্য ভারতের পতাকা দেখা গেছে। ট্রেনে ইটপাটকেল ও পাথর ছোঁড়ার খবর ছড়াতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।যাত্রীরা ভয়ে জানলা বন্ধ করে নেন। আতঙ্ক ছড়ায়।

রেল পুলিশ ও পুলিশ অবস্থা আয়ত্তে আনে। সব মহল থেকেই এই ধরণের বিক্ষোভের নিন্দা করা হয়েছে। এর ছবি ছড়িয়ে পড়তে চাঞ্চল্য বেড়েছে। এই ধরণের কাজ সমর্থনযোগ্য নয়। সব শিবির থেকেই বলা হয়েছে এইসব উত্তেজনা ছড়ানো, মানুষের ক্ষতির মত বিক্ষোভ চলতে পারে না। উলুবেড়িয়ার বিক্ষোভকারীরা দলে অনেক নাবালককেও দেখা গেছে।



