শবরীমালা মন্দিরে নিজের দায়িত্বেই প্রবেশ করতে হবে মহিলা সমাজকর্মীদের। কোনও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে না। শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সমাজকর্মী রেহনা ফাতিমা ও বিন্দু আম্মানি শবরীমালা মন্দিরে ঢোকার জন্যে নিরাপত্তা চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানান। কেরালা সরকারকে এবিষয়ে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানান তাঁরা। কিন্তু শুক্রবার সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানায়, ইতিমধ্যই এই সংক্রান্ত মামলা বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। ফলে নিরাপত্তা দেওয়ার কোনও আদেশ দেওয়া যাবে না। বিচারপতি এসএ বোবদে বলেন, শবরীমালা নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে এমন কিছু করা যাবে না, সেটা থেকে হিংসা ছড়াতে পারে। পরিস্থিতি বিবেচনা করে এখনই কোনও আদেশ দেওয়া সম্ভব নয়। বিষয়টি আপাতত বিবেচনাধীন।
এই ঘোষণার আগে কেরালা সরকারও জানিয়ে দিয়েছিল, শবরীমালা মন্দির আন্দোলন জায়গা নয়। সেক্ষেত্রে কোনও নিরাপত্তাও দেওয়া যাবে না। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই দুই মহিলা সমাজকর্মী রেহনা ফাতিমা ও বিন্দু আম্মানি।
