Sunday, November 16, 2025

হেটমায়ার-হোপের ব্যাটিং দাপটে লজ্জার হার কোহলিদের

Date:

ভারত- ২৮৭/৮
ওয়েস্ট ইন্ডিজ- ২৯১/২

লজ্জার হার কোহলিদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মুখ পুড়ল টিম ইন্ডিয়ার। ২৮৭ রান করেও বোলারদের ব্যর্থতায় শেষ রক্ষা হল না। হেটমায়ার-হোপের ব্যাটিং দাপটে হেরেই মাঠ ছাড়তে হল কোহলিদের। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমেই এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

এদিন শুরুটা ভাল হয়নি কোহলিদের। খেলা শুরু হওয়ার আগেই বোঝা গিয়েছিল চেন্নাইয়ের স্লো উইকেটে সমস্যায় পড়বেন স্ট্রোক প্লেয়াররা। হলও তাই। রান পেলেন না ভারতের প্রধান তিন ব্যাটসম্যান। রোহিত শর্মা (৩৬), বিরাট কোহলি (৪) ও লোকেশ রাহুল (৬) রান না পেলেও ভারতের মিডল অর্ডার সামলে নেয়। শ্রেয়স আইয়ার (৭০), ঋষভ পন্থ (৭১) ও কেদার যাদবের (৪০) ব্যাটিংয়ে ম্যাচে ফেরে ভারত। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে ২৮৭ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৯ রানে এমব্রিস ফিরে গেলেও ম্যাচের হাল ধরে সাই হোপ ও হেটমায়ার জুটি। ভারতীয় বোলারদের নিয়ে নিয়মিত ছেলে খেলা করল হোপ-হেটমায়ার জুটি। হোপকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে ২১৮ রান যোগ করেন হেটমায়ার। ইতিমধ্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা শিমরন ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান ৮৫ বলে। শেষমেশ ১৩৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন হেটমায়ার। ১০৬ বলের ঝোড়ো ইনিংসে ১১টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি। হেটমায়ার আউট হওয়ার পর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হোপ। পুরান ২৯ রান করে এবং হোপ ব্যক্তিগত ১০২ রানে অপরাজিত থাকেন। ৮ উইকেটে অনায়াসে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version