Monday, November 10, 2025

“পুলিশই আগুন লাগিয়েছে”, দিল্লি- সংঘর্ষের ঘটনায় ভাইরাল হল ভিডিও

Date:

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লি, অসম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। ওই আইনের প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লিও৷

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ রবিবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আটক করে পুলিশ, পরে যদিও ছেড়ে দেওয়া হয় তাঁদের৷
এদিকে অভিযোগ উঠেছে, ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি যাতে আরও অগ্নিগর্ভ হয়, সেজন্যে কিছু বাসে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশই৷ এমন চাঞ্চল্যকর অভিযোগই শুধু নয়, ওই দাবির সত্যতা প্রমান করতে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে৷ সেই ভিডিও ভাইরাল হয়ে উঠেছে৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি বাসে কেরোসিনের জার থেকে কিছু তরল ছিটিয়ে দিচ্ছেন খোদ পুলিশ কর্মীই। এই ঘটনা নিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ অনেকেই অভিযোগ করছেন, পুলিশেরই কিছু কর্মী এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও পুলিশের তরফ থেকে এই ধরণের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রবিবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলো৷ সেই সময়েই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাঁদের। রবিবার সন্ধ্যায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকা৷ বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং এলাকাটি যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। এই ঝামেলা চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে ওই ভিডিওটি, যা দেখে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ওই ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মী নিজেই একটি ফাঁকা বাসে কেরোসিনের জার থেকে কোনও তরল ছুঁড়ছেন। দেখা যায় বেশ কয়েকটি বাস ও দু’চাকার গাড়িতে আগুন ধরনো হচ্ছে৷ এই ঘটনা নিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এর পরই একটি টুইট করেন৷ টুইটে তিনি লিখেছেন, “এই ছবিটি দেখুন … দেখুন কে বা কারা বাসে এবং গাড়িতে আগুন দিচ্ছে … এই ছবিটি বিজেপির করুণ রাজনীতির সবচেয়ে বড় প্রমাণ … বিজেপি নেতারা এর প্রতিক্রিয়ায় কী বলবেন?” হিন্দিতে কর মণীশ সিসোদিয়ার এই টুইটও ভাইরাল হয়েছে৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্বে থাকা দক্ষিণ-পূর্ব দিল্লির পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল, সিসোদিয়ার করা অভিযোগ খারিজ করে দেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকই নিয়ন্ত্রণ করে দিল্লি পুলিশকে, যে মন্ত্রকের দায়িত্বে বিজেপি প্রধান তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওদিকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে বিজেপি বিরোধী আম আদমি পার্টি বা আপ৷

————-
মণীশ সিসোদিয়ার টুইট:

ये फ़ोटो देखिए.. देखिए कौन लगा रहा है बसों और कारों में आग.. यह फ़ोटो सबसे बड़ा सबूत है बीजेपी की घटिया राजनीति का… इसका कुछ जवाब देंगे बीजेपी के नेता .. pic.twitter.com/8HvHC8epwn
— Manish Sisodia (@msisodia) December 15, 2019
“আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। বাসের বাইরে আগুন লেগেছে … পুলিশ ওই পাত্রে জল নিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেছে”৷

—————-
দিল্লি পুলিশের পিআরও এমএস রান্ধওয়া সংবাদমাধ্যমে জানান, “যখন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছিলো, তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পাথর ছোঁড়া হয়৷ তখন পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানে-গ্যাস ব্যবহার করতেবাধ্য হয়৷ বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকেও পাথর ছোঁড়া হচ্ছিল৷ দক্ষিণ-পূর্ব দিল্লির পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, “আমরা নিশ্চিত ভাবে বলতে পারছি না যে শিক্ষার্থী নাকি স্থানীয়রা, কারা এই বিক্ষোভ মিছিল করেছিলো৷ মিছিলে হাজার দুয়েক মানুষ ছিল। তাঁরা যখন এগোতে থাকে তখন ট্র্যাফিক জ্যাম হয়ে যায়৷ ফলে ব্যারিকেড দিয়ে থামাতে হয় তাঁদের। তারপরেই বিক্ষোভকারীরা রিং রোডের দিকে গিয়ে DTC-র বাস পুড়িয়ে দেয়”,

দেখুন সেই ভাইরাল ভিডিও…

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version