যারা আগুন, ভাঙচুর করল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা হচ্ছে?

সাধারণ রাজনৈতিক বিরোধীদল বা গণসংগঠনের আন্দোলন, মিছিল রুখতে পুলিশকে যতটা তৎপর দেখা যায়, শুক্র থেকে রবিবার তার থেকে বহু বড় ঘটনাতেও তা দেখা যায় নি।

এখন প্রশ্ন হল, যারা ট্রেন বাস জ্বালালো, লাইন ওপড়ালো, স্টেশন ভাঙলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে কি না।
কজন গ্রেপ্তার হল, কী মামলা দেওয়া হল, ক্ষতিপূরণ আইন প্রয়োগ করা হল কিনা, বিভাগীয় তদন্ত হচ্ছে কি না; এই সব প্রশ্ন আপাতত প্রবলভাবে উঠছে।