ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের নামের তালিকা চাইলেন ওদেশের বিদেশমন্ত্রী

অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের নামের তালিকা চাইলো বাংলাদেশ সরকার৷
ওদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার বলেছেন, “কোনও বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছেন কিনা, তা বিশদে জানাক ভারত সরকার৷ তার একটি তালিকাও পাঠাক ভারত। তাঁদের দেশে ফেরার সুযোগ দেবে বাংলাদেশ৷ এই তালিকা পাঠিয়ে সেই সুযোগ পাওয়ার পথ প্রশস্ত করুক ভারতও৷”

বাংলাদেশের এই দাবিতে অস্বস্তিতে পড়তে পারে ভারত৷ কারন, সংসদে কেন্দ্র আগেই জানিয়েছে, এমন কোনও তালিকা ভারতের কাছে নেই৷ অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের সংখ্যাও ভারত জানেনা৷

ওপারের বিদেশমন্ত্রী পাশাপাশি জানিয়েছেন, ‘”অর্থনৈতিক কারণে ভারত থেকেও বহু মানুষ বাংলাদেশে ঢোকেন। বাংলাদেশি ছাড়া ভারত সীমান্ত দিয়ে যদি কোনও ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢোকে আমরা সঙ্গে সঙ্গে তাঁদের ফেরত পাঠিয়ে দেব।”