ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের নামের তালিকা চাইলেন ওদেশের বিদেশমন্ত্রী

অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের নামের তালিকা চাইলো বাংলাদেশ সরকার৷
ওদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার বলেছেন, “কোনও বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছেন কিনা, তা বিশদে জানাক ভারত সরকার৷ তার একটি তালিকাও পাঠাক ভারত। তাঁদের দেশে ফেরার সুযোগ দেবে বাংলাদেশ৷ এই তালিকা পাঠিয়ে সেই সুযোগ পাওয়ার পথ প্রশস্ত করুক ভারতও৷”

বাংলাদেশের এই দাবিতে অস্বস্তিতে পড়তে পারে ভারত৷ কারন, সংসদে কেন্দ্র আগেই জানিয়েছে, এমন কোনও তালিকা ভারতের কাছে নেই৷ অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের সংখ্যাও ভারত জানেনা৷

ওপারের বিদেশমন্ত্রী পাশাপাশি জানিয়েছেন, ‘”অর্থনৈতিক কারণে ভারত থেকেও বহু মানুষ বাংলাদেশে ঢোকেন। বাংলাদেশি ছাড়া ভারত সীমান্ত দিয়ে যদি কোনও ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢোকে আমরা সঙ্গে সঙ্গে তাঁদের ফেরত পাঠিয়ে দেব।”

Previous articleআজ বিকেলে ধর্মতলায় বাম ছাত্র-যুবদের মশাল মিছিল
Next articleআগুন, ভাঙচুরের জের: বহু ট্রেন বাতিলে দুর্ভোগে উত্তরবঙ্গ