Monday, November 10, 2025

এখন আধার কার্ডেও আপত্তি স্বরাষ্ট্রমন্ত্রীর! অমিত শাহকে আগুন নিয়ে খেলতে মানা মমতার

Date:

হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত NRC-CAA বিরোধী তৃতীয় দিনের পদযাত্রা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রী সুর চড়িয়ে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, দেশে আগুন জ্বালাবেন না। এটা আপনার কাজ না। আপনার কাজ দেশের আগুন নেভানো। দেশের একাধিক রাজ্য যখন জ্বলছে তখন ফের নানা মন্তব্য করছেন তিনি। দেশের একজন নাগরিক হিসাবে আমি আপনার কাছে জানতে চাই, কেন বলেছেন আধার কার্ড চলবে না। তাহলে সব কিছুতে কেন আধার কার্ড ব্যবহার করা হলো? আধারের জন্য ৬ হাজার কোটি টাকা খরচ কেন করলেন? আধার চলবে না, ভোটার কার্ড চলবে না, তাহলে কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আপনি? PAN চলবে না, জন্ম সার্টিফিকেট চলবে না। কোন কার্ড কাজে আসবে না? তাহলে কি শুধু বিজেপির মাদুলি কাজে আসবে?

এরপরই মমতা মমতা প্রশ্ন তুলে বলেন, “কটা ডিটেনশন ক্যাম্প করবে? কটা জেল বানাবে? মাপ করেছো? বিজেপি যতদিন ছিল না, দাঙ্গা ছিল না। বিজেপি এসেছে কাশ্মীর জ্বলছে, আসাম জ্বলছে, উত্তর-পূর্ব জ্বলছে। বিজেপি বিভাজন চায়। আর আমরা সেটা হতে দেব না। গুলি করে মেরে দিতে বলছে। এটা কী ধরণের কথা? ”

এখানেই শেষ নয়, অমিত শাহকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় রেল স্টেশন দেখার কথা বলছে। আমিও রেলমন্ত্রী ছিলাম। রেল স্টেশনের নাম জানো? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, নিজের দলকে সামলাও। শান্তি বজায় রাখো। সবার হাত ছেড়ে দিয়ে বলছে, সক কা সাথ সব কা বিকাশ। আমরাও দেখবো কীভাবে NRC-CAA হয়। আগুন নিয়ে খেলবেন না। সরকার আসবে, সরকার চলে যাবে। ৬২ শতাংশ লোক তোমাদের বিপক্ষে। সংখ্যার দিয়ে সংবিধান বিরোধী আইন পাস করেছো।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version