মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ঘিরে বিক্ষোভ বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষ। তাঁকে কালো পতাকা দেখানোও হয়। এখানেই শেষ নয়, বিজেপি নেতার উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিতেও শোনা যায় বিক্ষোভকারীদের। একইসঙ্গে বিক্ষোভ থেকে “বিজেপি হটাও, দেশ বাঁচাও” স্লোগানও শোনা যায়। একটা সময়ে বিজয়বর্গীয়কে গাড়ি থেকে রাস্তায় নেমে আসতেও দেখা যায়।নিরাপত্তারক্ষীরা তাঁকে অনেক কষ্টে বিক্ষোভকারীদের মধ্যে থেকে বের করে নিয়ে যায়।

জানা গিয়েছে, এদিন জঙ্গিপুরে দলীয় কার্যালয়গুলি পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজয়বর্গীয়র। বিজেপি শিবিরের অভিযোগ, দলীয় কার্যালয়গুলিতে ব্যাপক হারে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। সেগুলোই দেখতে যাচ্ছিলেন তিনি। এবং সেই সময় বিজেপি নেতার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়।
