রাজ্যের পরিস্থিতি শান্ত, জানাল নবান্ন

সিএএ-র প্রতিবাদে গত কয়েকদিনের বিক্ষোভ-আন্দোলনের পরে বুধবার রাজ্যের পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেকটাই শান্ত বলে প্রশাসনের তরফে দাবি। নতুন করে গোলমালের কোনও খবর পাওয়া যায়নি। পরিবহনও যথেষ্ঠ স্বাভাবিক। অশান্তি এড়াতে যেসব জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হয়, সেখানে বুধবার থেকে ফের পরিষেবা শুরু করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

গত কয়েক দিন ভাঙচুর ও হিংসা ছড়ানোর জন্য সারা রাজ্যে কমপক্ষে হাজারজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, রেল পরিষেবা স্বাভাবিক করার জন্যও রাজ্যের তরফে রেলের কাছে আবেদন জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Previous articleবিজয়বর্গীয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, বিজেপি হটাও, দেশ বাঁচাও” স্লোগান
Next articleপ্রবল শীতের দাপট, শ্রীনগরের জামিয়া মসজিদের দরজা খুলে দিল প্রশাসন