Tuesday, May 20, 2025

প্রতিবাদের নামে আগুন,ভাঙচুরে সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়, বললেন যোগী

Date:

নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে যথেচ্ছ ভাঙচুর, হিংসা, অগ্নিসংযোগের মাধ্যমে সরকারি সম্পত্তি নষ্ট করলে এবার তান্ডবকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেবে সরকার। আর এভাবেই সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি বাবদ অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনউ ও সম্ভলে ব্যাপক হিংসা, অশান্তির পর এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নাগরিকত্ব আইন নিয়ে সম্পূর্ণ ভুল বুঝিয়ে মানুষকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নষ্ট করার চক্রান্ত করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বাম দলগুলি। আইনে যা বলাই হয়নি সেসব নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা প্রচার করছে বিরোধীরা। মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। প্রতিবাদের নামে এসব আর বরদাস্ত করা হবে না।

যোগী আদিত্যনাথ বলেন, এই আইনে দেশের গণতান্ত্রিক মতাদর্শকেই তুলে ধরা হয়েছে। ভারতীয় মুসলিম ভাইবোনেরা এদেশেরই নাগরিক। অথচ ভুলভাল বোঝানো হচ্ছে। কোনও সমস্যা থাকলে আলোচনা, বিতর্কের মাধ্যমে সমাধান সম্ভব। তা না করে বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি জিইয়ে রাখতে চাইছেন। লখনউ ও সম্ভলে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিস ফাঁড়িতে আগুন লাগানো হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। এই তান্ডব প্রতিবাদের ভাষা হতে পারে না। যারা এভাবে ধ্বংস চালালো তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেই আমরা ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব।

 

Related articles

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...
Exit mobile version