Monday, November 17, 2025

প্রতিবাদের নামে আগুন,ভাঙচুরে সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়, বললেন যোগী

Date:

নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে যথেচ্ছ ভাঙচুর, হিংসা, অগ্নিসংযোগের মাধ্যমে সরকারি সম্পত্তি নষ্ট করলে এবার তান্ডবকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেবে সরকার। আর এভাবেই সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি বাবদ অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনউ ও সম্ভলে ব্যাপক হিংসা, অশান্তির পর এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নাগরিকত্ব আইন নিয়ে সম্পূর্ণ ভুল বুঝিয়ে মানুষকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নষ্ট করার চক্রান্ত করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বাম দলগুলি। আইনে যা বলাই হয়নি সেসব নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা প্রচার করছে বিরোধীরা। মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। প্রতিবাদের নামে এসব আর বরদাস্ত করা হবে না।

যোগী আদিত্যনাথ বলেন, এই আইনে দেশের গণতান্ত্রিক মতাদর্শকেই তুলে ধরা হয়েছে। ভারতীয় মুসলিম ভাইবোনেরা এদেশেরই নাগরিক। অথচ ভুলভাল বোঝানো হচ্ছে। কোনও সমস্যা থাকলে আলোচনা, বিতর্কের মাধ্যমে সমাধান সম্ভব। তা না করে বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি জিইয়ে রাখতে চাইছেন। লখনউ ও সম্ভলে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিস ফাঁড়িতে আগুন লাগানো হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। এই তান্ডব প্রতিবাদের ভাষা হতে পারে না। যারা এভাবে ধ্বংস চালালো তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেই আমরা ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version