ঘুষ নিতেও ডিজিটাল অ্যাপ ! সাসপেন্ড ৪ পুলিশ কর্মী

ঘুষ নিতে গিয়েও এখন ব্যবহার করা হচ্ছে ডিজিটাল অ্যাপের। যদিও শেষ রক্ষা হয়নি। হাতেনাতে ধরা পড়েছেন বেঙ্গালুরুর চার পুলিশ কর্মী।

জানা গিয়েছে, মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা করেন এই পুলিশ কর্মীরা। কিন্তু অদ্ভুতভাবে অভিযুক্তদের জরিমানার টাকা সরকারের খাতায় জমা না করে ডিজিটাল অ্যাপের মাধ্যমে তারা নিজেদের অ্যাকাউন্টে জমা করেন বলে অভিযোগ। বেঙ্গালুরুর অশোকনগর ট্রাফিক পুলিশ স্টেশনের ওই চার কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তদন্ত করা হচ্ছে এইভাবে ডিজিটের মাধ্যমে ঘুষ নেওয়ার নেপথ্যে কোনও চক্র কাজ করছে কিনা।

আরও পড়ুন-সিএএ-র প্রতিবাদে ফেসবুক-ট্যুইটারের ছবি পরিবর্তন মুখ্যমন্ত্রীর

 

Previous articleসিএএ-র প্রতিবাদে ফেসবুক-ট্যুইটারের ছবি পরিবর্তন মুখ্যমন্ত্রীর
Next articleবিশ্বের সব থেকে ধনী ইউটিউবারের বয়স জানেন? মাত্র আট বছর!